নতুন ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক :  রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে গোল করেছে ৪৫৯টি। তিনে থাকা বায়ার্ন মিউনিখ ৪১৫ গোল করেছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গোল করেছে ৩৫০টি।

১৯৯২-৯৩ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ নামকরণ করার পরের দুই যুগে কোনো দলই পর পর দুইবার এ ট্রফি জিততে পারেনি। অসম্ভব কাজটি সম্ভব করে দেখিয়েছে রিয়াল। গত বছর অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ১১তম শিরোপা জিতেছিল রোনালদো, বেনজামারা। এবার ইতালির সেরা ক্লাবটিকে মাটিয়ে নামিয়ে শিরোপা উৎসব করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। প্রথম দল হিসেবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগে ৫০০তম গোল করার রেকর্ড গড়েছে স্প্যানিশ সুপার জায়ান্টরা।

শনিবার রাতে কার্ডিফে জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতেই রোনালদোর শট বুফনকে ফাঁকি দিয়ে জুভেন্টাসের জালে জড়ায়। এ গোল দিয়ে নতুন ইতিহাস লিখে রিয়াল। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের তিন ফাইনালে গোল করার অসাধারণ কীর্তিও গড়েন সিআর সেভেন।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ৩৩ গোল করেছে। এর ১১টি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। করিম বেনজামার পা ছুঁয়ে আসে পাঁচ গোল।