নতুন করে আগামী ২০২১ সালে আদমশুমারি করার পরিকল্পনা

সংসদ প্রতিবেদক : নতুন করে আগামী ২০২১ সালে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সর্বশেষ আদশুমারী ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪। নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা আছে। আগামী ২০২১ সালে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে।’

মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নোত্তরে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে বাংলাদেশের দারিদ্র্য কমলেও নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ। কারণ, নগরের বস্তিবাসীরা এখনও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সাথে দেশে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশে শহরমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।’
সরকার নগরের ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক কর্মকা- বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে ওই সব স্থানে কাজের সুযোগ বাড়বে। ফলে শহরমুখী লোকের সংখ্যা কমে আসবে।

মোঃ আবুল কালামের প্রশ্নোত্তরে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নানা প্রকার দরিদ্র্য বান্ধব কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণের ফলশ্রুতিতে দেশে দারিদ্র্যের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমাদের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে বাংলাদেশে দারিদ্র্য কমে আসছে।’

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল নাগাদ দারিদ্র্য হার হবে ১৮ দশমিক ৬ শতাংশ। যেখানে অতি দরিদ্রের হার হবে ৮ দশমিক ৯ শতাংশ হবে বলেও উল্লেখ করেন তিনি।