নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় বসেছিল, তারা কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরেনি।

তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ক্ষমতায়। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও মুক্তিযোদ্ধারা তাদের পরিবারের কাছে পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস বলেননি। সন্তানদের নিয়ে বসে কখনো যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করেছেন, তা জানাননি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর।

পরে শিল্পমন্ত্রী অসহায় ১৩০ জন মুক্তিযোদ্ধাকে ছয় লাখ ২৭ হাজার টাকা সরকারি অনুদানের চেক তুলে দেন।