নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার প্রথম সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার প্রথম সংবাদ সম্মেলন আজ।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নতুন প্রধান নির্বাচন কমিশনার আজ প্রথম অফিসে যোগদান করে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন। নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এদিকে আজ বিকেল ৩টায় কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নেবেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন। শপথ শেষে সিইসি ও বাকি কমিশনাররা নির্বাচন কমিশন সচিবালয়ে আসবেন।

সিইসির সঙ্গে শপথ নিতে যাওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন- প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী।

এর আগে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যর সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০টি নামের সুপারিশ করেন। পরে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ওই ১০ জনের মধ্য থেকে এই পাঁচজনকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেন।