নতুন বছরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন বছরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চ পুনর্গঠন করেছেন।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পুনর্গঠিত বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ২ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বেঞ্চ পুনর্গঠন বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞা একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম. ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি ফরিদ আহাম্মদ একক বেঞ্চ, বিচারপতি শামীম হাসনাইন একক বেঞ্চ, বিচারপতি এ এফ এম আব্দুর রহমান একক বেঞ্চ, বিচারপতি মো. আবু তারিক একক বেঞ্চ, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. মিফহাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি ফজলুর রহমানের একক বেঞ্চ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি এ এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী একক বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হাসান একক বেঞ্চ, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বিশেষ বেঞ্চ, বিচারপতি আবদুর রব ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের বেঞ্চ, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ, বিচারপতি ভবানী প্রসাদ সিংহর একক বেঞ্চ এবং বিচারপতি রাজিক আল জলিল একক বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।