নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালঙকর্ণ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন রাজা মাহা ভাজিরালঙকর্ণ। বৃহস্পতিবার রাজপ্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির নতুন এ সংবিধানে স্বাক্ষর করেন তিনি।

এর মাধ্যমে থাইল্যান্ড গণতন্ত্রের পথে ফিরতে এক ধাপ এগুলেও রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক প্রভাবের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।

১৯৩২ সালে নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটানোর পর এটি থাইল্যান্ডের ২০ তম সংবিধান। ২০১৪ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সংবিধান ছিল তার স্থানে নতুন এ সংবিধান স্বাক্ষর করলেন রাজা ভাজিরালঙকর্ণ।

বৃহস্পতিবার থাই টেলিভিশনে সংবিধানে রাজা মাহা ভাজিরালংকর্ণের সংবিধানে স্বাক্ষরের অুনষ্ঠান সম্প্রচার করা হয়েছে। তবে সংবিধান এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। কেবল রাজকীয় রাজকীয় গেজেটে প্রকাশ পাওয়ার এটি প্রকাশিত হবে।

রাজার পক্ষ থেকে এক কর্মকর্তা বলেছেন, ‘রাজকীয় থাইল্যান্ডের সংবিধান স্বাক্ষর করা হয়েছে। গণতন্ত্র ও স্বার্বভৌমত্ব বজায় রাখতে জনগণকে নতুন সংবিধান মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’