নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দূষণ ও দখল থেকে নদী রক্ষার দাবিতে, ‘সাভার ও ধামরাই অঞ্চলের ধলেশ্বরী, তুরাগ, কালীগঙ্গা ও বংশী নদীর তীরে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

শনিবার মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে যৌথ জরিপের মাধ্যমে নদীর সীমানা প্লাবনভূমিসহ সিএস খতিয়ান অনুযায়ী নির্ধারণ করে নদী দখলকারীদের উচ্ছেদ, তুরাগের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যে গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে তা দূর করতে হবে। তুরাগ, বালু, বুড়িগঙ্গা, বংশী ও শীতলক্ষ্যায় পরিবেশবাদী ও সুশীল সমাজের উপস্থিতিতে এই নদীগুলোকে বর্ষাকালে পূর্ণ প্রবাহের সময় জরিপ করে সীমানা নির্ধারণ করতে হবে। তুরাগ দখলকারীদের আইনের আওতায় এনে তাদের মাধ্যমেই এই নদকে পূর্বাস্থায় ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে। নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সহসভাপতি মিহির বিশ্বাস, মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, আন্দোলনের যুগ্মসম্পাদক (দপ্তর) ডা. বোরহানউদ্দিন অরন্য, অর্থ সম্পাদক ও মানববন্ধনের সম্বয়কারী মো. তাজুল ইসলাম প্রমুখ।