নববর্ষ উপলক্ষে হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড

অর্থনৈতিক প্রতিবেদক : এই বছরই প্রথমবারের মতো সারা দেশে বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৈশাখ মাসজুড়ে দেশের সকল আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনার কার্যালয়ে এ হালখাতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার এনবিআর কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাকবাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বকেয়া আদায়ে আমরা এবার নতুন পরিকল্পনা নিয়েছি। নববর্ষ উপলক্ষে এবার হালখাতা করা হবে। এর অংশ হিসেবে পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে করদাতাদের মিষ্টিমুখ করানো হবে। এটি হবে মূলত বকেয়া আদায় নয়, বকেয়া পরিশোধ।’

নজিবুর রহমান বলেন, ‘হালখাতার দিনে আমরা আহ্বান জানাবো ব্যবসায়ীরা যাতে তাদের বকেয়া কর পরিশোধ করে।’

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে প্রাকবাজেট আলোচনায় আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, পারভেজ ইকবাল (করনীতি), লুৎফর রহমান (শুল্কনীতি), ইআরএফের সভাপতি সাইফ হোসেন দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ইআরএফফের সদস্যরা।