নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্তি পুলিশ সুপার সাজ্জাত হোসেন সন্ত্রাসবিরোধী আইনে বাড্ডা থানায় দায়ের করা মামলায় এ তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন (১৯), তাইবুর রহমান (১৮) এবং ফয়সাল আহমেদ সানিল (১৯)। গত ২৯ মার্চ এদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা মাসুম খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর দোহার থেকে ‘জঙ্গি’ সন্দেহে তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাবের দাবি, এক বড় ভাইয়ের মাধ্যমে ২০১৫ সালে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে যুক্ত হয়। মিজবাহ নবাবগঞ্জ সোনাহাজরা মাদরাসার শিক্ষার্থী। পাশাপাশি একটি মোবাইল সার্ভিসিং দোকানে মেকানিক হিসেবে কাজ করত। সে জেএমবির সশস্ত্র শাখার বিভিন্ন ধরনের ইম্প্রোভাইজড ইলেক্ট্রনিক্স ডিভাইস (আইইডি) তৈরি করতে শিখে।