নরসিংদীতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। তারা দু’জন ট্রাক দু’টির চালক।

হাইওয়ে পুলিশ জানায়, মফিজুল পাথর বোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল। সকালে পথে মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় ট্রাক দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে চালকদের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।