নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে সংঘর্ষ ও শঙ্কার মধ্য দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এরই মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাশঁগাড়ীতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন জন হলেন— বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭)। এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ী ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। এ ছাড়া নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক।

নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।