নরসিংদীতে পাপিয়া এক গৃহবধূর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পাপিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দুই বছর আগে হাটুভাঙ্গা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলামের সঙ্গে রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে পাপিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী পাপিয়ার ওপর চাপ প্রয়োগ করতে থাকে স্বামী নজরুল। এতে বাধ্য হয়ে পাপিয়ার পরিবার কয়েক দফায় দুই লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার যৌতুক হিসেবে দেয়।

বুধবার রাতে আবারও যৌতুকের দাবিতে স্ত্রী পাপিয়ার ওপর নির্যাতন শুরু করে স্বামী নজরুল। নির্যাতনের এক পর্যায়ে পাপিয়ার মৃত্যু হলে ছয়মাস বয়সী সন্তানকে ফেলে রেখে স্বামী নজরুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত পাপিয়ার চাচা নুরুজ্জামান বলেন, প্রায়ই যৌতুকের জন্য পাপিয়ার ওপর নির্যাতন করা হতো। স্বামী নজরুলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদ উল্লাহ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।