নরসিংদীতে ৪ ডাকাত আটক, পিস্তল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বাসাইলে ডাকাতি করতে গিয়ে জনতা-পুলিশের হাতে ধরা পড়েছে চার ডাকাত। এদের কাছে থেকে দুটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলা শহরে বাসাইল রেলগেট এলাকায় ডা. ফেরদৌস আলমের বাসায় এ ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত ডা. ফেরদৌস আলমের পাঁচতলা ভবনে গিয়ে হানা দেয়। তারা কয়েকটি ফ্ল্যাটে ডাকাতি করে পাঁচতলায় উঠে ফ্ল্যাটের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করে। তখন জিম্মিদের চিৎকারে পাশের বাসাইল বাজারের লোকজন দৌড়ে গিয়ে ভবনটি ঘিরে ফেলে। খবর পেয়ে নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার ডাকাতদের ঘিরে ফেলে এবং ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। এ সময় ডাকাতরা দিশেহারা হয়ে ভবনের ছাদে উঠে পালাতে চেষ্টা করে। কিন্তু পুলিশ কৌশলে ভবনে ঢুকে চার ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে।

এ সময় নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম এবং অন্যান্য অধস্তন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সশস্ত্র পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। পুলিশ জানিয়েছে, ভেতরে আরো ডাকাত থাকতে পারে। তাদের আটকের চেষ্টা চলছে।