নাইজারে জঙ্গিদের হামলায় কমপক্ষে নয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিদের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এসময় অপহরণ করা হয়েছে আরো ৪০ জনকে। রোববার রাতে নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফার কাছে কাবলিওয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কাবলিওয়া গ্রামের মেয়র আবারি এলহ দাউদা জানিয়েছেন, হামলাকারীরা আট তরুণ ও এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। এছাড়া তারা নারী ও শিশুসহ ৪০ জনকে অপহরণ করেছে। বিষয়টি তদন্ত করতে নাইজারের সরকারি কর্মকর্তারা কাবলিওয়া গ্রামে গিয়েছেন।

দিফা এলাকার আরেক মেয়র আব্বা গাটা ইসা বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিহত ও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাবলিওয়ার কমিউনিটি রেডিওর পরিচালক মামান নুর জানিয়েছেন, হামলাকারীরা উটে চড়ে গ্রামে এসেছিল এবং বন্দুক হামলা চালায়। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামটিতে এ ধরণের হামলার ঘটনা ঘটলো।

এ ধরেণের হামলাগুলো জঙ্গিগোষ্ঠী বোকো হারাম চালিয়ে থাকে। তবে এখন পর্যন্ত গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেনি।