নাইজারে বোকো হারামের হামলা, ১৬ সেনা সদস্য নিহত

নাইজারে আফ্রিকার সবচেয়ে নৃশংস জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

নাইজারে আফ্রিকার সবচেয়ে নৃশংস জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলায় আহত হয়েছেন আরও ৯ সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে কয়েকশ বোকো হারাম সদস্য হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

আল জাজিরা জানায়, বোকা হারামের সদস্যরা মঙ্গলবার রাতে নাইজারের দক্ষিণাঞ্চলীয় বারোওয়া শহরে প্রাণঘাতী হামলা চালালে এই হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকা হারামের হামলার জবাবে নাইজারের দিফা অঞ্চলে পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী। ওই হামলায় প্রায় ৫০ জন জঙ্গি নিহত এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।