নাটোরে মুক্তিযোদ্ধা কমান্ডারের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা কমান্ডার রাশেদুন্নবী বেফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মরদেহ ও পাশে থাকা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

পুলিশ, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কর্মচারীরা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অফিস সহকারী (পিওন) শাবেরা বেগম অফিস খুলে পরিষ্কার করতে তিন তলায় যান। সেখানে গিয়ে কক্ষের মধ্যে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশেদুন্নবী বেফিনের মরদেহ দেখতে পান।

এ সময় তিনি বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার  আবুল হোসেন আকুলকে জানান। আকুল ঘটনাস্থলে গিয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুকে জানান। তিনি পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পাশে টেবিলের ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুট লেখা আছে, তিনি মানসিক চাপে আত্মহত্যা করেছেন। বেফিন উপজেলার শাইলকোনা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

স্থানীয় এমপি আবুল কালাম আজাদসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেছেন, মরদেহটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।