নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকা থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ রাজিব হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সন্ত্রাসী রাজিব হাসান অস্ত্রসহ বরফকল এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাজিব গোয়েন্দা পুলিশদের চিনতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের দুটি টিম পৃথক অভিযান চালিয়ে ফতুল্লার ভুইঘর ও গাজীপুরের টঙ্গী থানার গাজীপুরা সাতাইশ রোড এলাকা থেকে দুটি চোরাই প্রাইভেটকারসহ আটজনকে গ্রেপ্তার করে।

এরা পেশাদার গাড়ি চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও গাড়ি চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।