নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহড়া

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাব যৌথভাবে নগরীর প্রধান সড়কসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহড়া দিয়েছে।

এছাড়া সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ জেলার অন্যান্য মহাসড়কে চেকপোস্টগুলোতে তল্লাশিসহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।