নারীদের সহশিক্ষা নয়: তালেবান

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে সহশিক্ষা বা নারী-পুরুষ একসঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষা নিতে পারবে না। তালেবানের নতুন শিক্ষানীতিতে এমনটি বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তালেবান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি শিক্ষার্থী পাঠ্য বিষয়ের একটি পর্যালোচনা প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেছেন, নারীর উচ্চশিক্ষায় বাধা নেই, তবে তা পুরুষের সঙ্গে বসে নয়। নারীদের হিজাব পরতে হবে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের আগের সরকারের সময় মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এবার তালেবান জানিয়েছে, তারা নারীদের শিক্ষিত হওয়া এবং কর্মজীবন বেছে নেওয়া থেকে বিরত রাখবে না। তবে, ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর শুধু স্বাস্থ্য খাতে কর্মরতদের বাদে সব কর্মজীবী নারীকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছিল তালেবান। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তালেবানের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নারীরা যেন ঘরে থাকেন।

আবদুল বাকি হাক্কানি বলেন, ‘সহশিক্ষা বন্ধে আমাদের কোনো সমস্যা নেই। জনগণ মুসলিম, তারা এটা গ্রহণ করবে।