নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ অত্যন্ত আন্তরিক

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ অত্যন্ত আন্তরিক। থানাগুলোকে পর্যায়ক্রমে নারী ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন মামলা তদন্তে পুলিশের দক্ষতা ও সক্ষমতা অনেক বেড়েছে।

সোমবার রাজধানীর এক হোটেলে ‘সাসটেইনেবল ইনিশিয়েটিভ টু প্রোটেক্ট উইমেন অ্যান্ড গার্লস ফ্রম জেন্ডার বেজড ভায়োলেন্স’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশ বা অন্য কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা।’

তিনি আরো বলেন, ‘সারা দেশে যেসব নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, পুলিশ তার তদন্ত করছে। আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দও করা হচ্ছে। এ ধরনের মামলা যেন গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় সেজন্য পুলিশের প্রতিটি সদস্যকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’