নারী দিবসে গুগলের সম্মান

অনলাইন ডেস্কঃ পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হল গুগল। বিশ্বের নানা দেশে বা কোন আন্তর্জাতিক দিবসে গুগল প্রদর্শন করে তাদের গুগল ডুডল। আজ বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে বিশ্বের নারীদের সম্মান জানিয়ে গুগল তৈরী করেছে তাদের ডুডল। গুগল এবার তাদের ডুডলে ছবির পরিবর্তে ব্যবহার করেছে ভিডিও। ভিডিওটির মাধ্যমে গুগল তুলে ধরেছে নারীদের সাফল্য গাধা, তুলে বিশ্বের নানা অঙ্গের নারীদের। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের নারীরা আজ গুগল ডুডলে স্থান পেয়েছেন।

ভিডিওটি ইলাস্ট্রেট করেছেন হেলেন লেরু। হেলেন কেলার থেকে কল্পনা চাওলা, ক্রীড়া হোক বা রাজনীতি, চিকিৎসা হোক বা বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রে নারীদের ছক ভাঙা অবদান নিয়ে এই বিশেষ ডুডলটি নিবেদন করেছেন হেলেন।

অতীতে যে ভিত নারীরা স্থাপন করেছেন, তাদের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে আজকের নারী। আগামী দিনে এই পথ আরও সুগম হবে সেই আশায় তাকিয়ে ভবিষ্যত প্রজন্মও। তার জন্যেই ভিডিওর শেষে হাত তুলে সকলকে একত্রিত হওয়ার আহ্বান দেখা যায়।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের প্রচ্ছদে ডুডল প্রকাশ করে।