নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ভোগাই নদীর পাড় রক্ষা বাধেঁর কাজ শুরু

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ভোগাই নদীর ৫টি পয়েন্টে পাড় রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

ইউপি পরিষদ সূত্রে, গত কয়েক বছরে পাহাড়ী ভোগাই নদীর প্রবল পানির তোড়ে ইউনিয়নের কালাকুমা তন্তর হতে ঘাকপাড়া ফুলপর পর্যন্ত ৫টি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। এসব তীরের পাড় ভেঙ্গে এলাকার মানুষ জনের বসত বাড়ী ক্ষতি গ্রস্থ হয়। তাই দূর্যোগ রক্ষার্থে ২০১৭ সালে উপজেলা পরিষদ তহবিল হতে ভোগাই নদীর পাড় রক্ষা বাঁধ প্রকল্প অনুমোদন হয় এবং নদী তীরবর্তী স্থানে মাটির ফেলার কাজ শুরু হয়।

রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, বেশ কয়েক বছর ধরে এই এলাকায় প্রবল পানির তোড়ে নদীর পাড় ভেঙ্গেই চলছে। ভাঙ্গনকৃত নদীর ঘাটপাড় এলাকায় মাটি ফেলে এই তীর রক্ষা বাঁধ নির্মান করা হচ্ছে। তবে অপ্রতুল এই বাজেটে এত বড় ভাঙ্গন কভার দেওয়া দূরুহ কাজ। কমপক্ষে ৫টি পয়েন্টে ১৫ লক্ষ টাকা প্রয়োজন।