নাসিরনগরে তাণ্ডবস্থান পরিদর্শনে বিশিষ্ট নাগরিকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা পর্যবেক্ষণ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

বুধবার সকাল থেকেই বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনীতিবিদরা তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেন এবং দোষীদের বিচার দাবি করেন।

দুপুর আড়াইটায় নাসিরনগর উপজেলার ডাকবাংলায় নেতা-কর্মীদের সঙ্গে এ নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ছাইদুল হক। নিজ নির্বাচনী এলাকায় তাণ্ডবের তিন দিন পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি সুলতানা কামাল, ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মানবাধিকার নেত্রী খুশি কবির, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পার্টির কেন্দ্রীয় সদস্য রাগির হাসান মোন্না, মনিরা বেগম অনু, কাফি রতন, রুহুল আমিন, জেলা সভাপতি শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।