নাসিরনগরে মন্দিরে হামলা, গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত জ্যাতি দত্ত এবং র্নিমল চৌধুরী বাদী হয়ে মামলা দুটি করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার সংখ্যা আরো বাড়তে পারি। আমরা প্রতিটি ঘটনার জন্য আলাদা মামলা গ্রহণের পরিকল্পনা নিয়েছি।

তিনি জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা গেছে তাদের বেশিরভাগই টিনএজার। তবে তাদের উস্কে দিয়ে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজে বের করার চেষ্টা চলছে।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী জানান, পরিস্থিতি এখন শান্ত। তারপরও আমরা সেখানে এক প্লাটুন বিজিবি মোতায়েন রেখেছি।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার গুজবে নাসিরনগরে গত রোববার হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি মন্দির ও বহু বাড়িঘরে হামলা-ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট হয়।

উপজেলার সদরে হিন্দুঅধ্যুষিত এলাকায় দেড় ঘণ্টাব্যাপী হামলা-ভাঙচুরে অন্তত ২০ জন আহত হয়েছে। এতে হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।