নিখোঁজ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে নিখোঁজ ৪ তরুণের সন্ধান জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির নিউজ পোর্টালে নিখোঁজ ৪ তরুণের সন্ধান চেয়ে ছবি ও ঠিকানা প্রকাশ করা হয়। এক সঙ্গে কোনো সুহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে সংশ্লিষ্ট্র থানা পুলিশেকে জানাতে অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ সংবাদ শিরোনামে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বনানী এলাকা থেকে গত ১ ডিসেম্বর ৪ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানায়, ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিম্নে তাদের নাম ও ঠিকানা উল্লেখ করা হলো-

জায়েন হোসেন পাভেল (২৩) গত ১ ডিসেম্বর রাত ৮.৩০টায়  বনানী সুপার মার্কেট এলাকা হতে হারিয়ে যায়। তার পিতা-ইসমাইল হোসেন খান রাসেল, সাং-এয়ারপোর্ট রোড, গলফ-৫ টাওয়ার, এপার্টমেন্ট ২/এ, বনানী, ঢাকা। এ সংক্রান্ত বনানী থানার সাধারণ ডায়েরি নং-১১৯, তারিখ-০২/১২/২০১৬।

মো. সাফায়েত হোসেন (২৪) গত ১ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০টায় নর্দান ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত নর্দান ক্যাফেতে নাস্তা করার জন্য যায়। এরপর থেকে তার আর কোনো অবস্থান জানা যায়নি। তার পিতা-মো. আলী হোসেন, সাং-হাউজ নং-২, রোড নং-৪, ব্লকি-সি, বনানী, ঢাকা। এ সংক্রান্ত বনানী থানার সাধারণ ডায়েরি  নং-১১৯, তারিখ-০২/১২/২০১৬।

মো. সুজন (২৫) গত ১ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০টায় নর্দান ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত নর্দান ক্যাফেতে নাস্তা করার জন্য যায়। এরপর থেকে তার আর কোনো অবস্থান জানা যায়নি। তার পিতা-মো. আনিসুর রহমান, মাতা-আকলিমা বেগম, বর্তমান ঠিকানা-১ নং আন্তর্জাতিক রোড, গলফ টাওয়ার, অ্যাপার্টমেন্ট ২/এ, বনানী, ঢাকা। এ সংক্রান্ত বনানী থানার সাধারণ ডায়েরি নং-১১৯, তারিখ-০২/১২/২০১৬।

মো. মেহেদী হাসান (২৫)১ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০টায় নর্দান ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত নর্দান ক্যাফেতে নাস্তা করার জন্য যায়। এরপর থেকে তার আর কোনো অবস্থান জানা যায়নি। তার পিতা-মো. জাহাঙ্গীর হাওলাদার, মাতা-মোসা. শারমিন আক্তার রিংকি, সাং-সাহের চর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল। এ সংক্রান্ত  বনানী থানার সাধারণ ডায়েরি নং-১১৯, তারিখ-০২/১২/২০১৬।