নিজস্ব ক্যাম্পাসে না গেলে ভর্তি বন্ধ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে না গিয়ে একাধিক ক্যাম্পাসে পাঠদান করছে তাদের শিক্ষার্থীর ভর্তি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর ভাটারা থানার মাদীনী এভিনিউয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন-বিধিমালা মানতে চান না, তাদের সাহায্য-সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখতে পারবো না। তাদের আইনী পথে বাতিল করতে বাধ্য হবো।’

তরুণ, মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যা দানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, তরুণদের অনুপ্রেরণা, স্নেহ-মায়া-মমতা দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সমাবর্তন বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান সমাবর্তনে উপস্থিত ছিলেন।