নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতার শুনানির জন্য নতুন বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক : ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে রিট শুনানির জন্য তৃতীয় একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিচারপতি সমরেন্দ্র সরকারের একক হাইকোর্ট বেঞ্চে এই রিট মামলার শুনানি হবে।

রোববার রিটকারী পক্ষের আইনজীবী সত্যরঞ্জন মণ্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে বিভক্ত রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত রায় ঘোষণা করেন।

নিয়মানুযায়ী বিভক্ত রায় হওয়ার পর তা শুনানির জন্য তৃতীয় বেঞ্চে পাঠানো হয়।

২০১৬ সালের ১ ডিসেম্বর নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করেছিলেন হাইকোর্ট।

নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

এ রিট আবেদনে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ ছাড়া নিজাম হাজারীর সাজা খাটার বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তলব করেন। এরই ধারাবাহিকতায় রোববার রুলের ওপর শুনানি শেষ হয়।