নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে সিইসির কাছে দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে দাবি জানিয়েছে বিএনপি।

রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সিইসির সভাপতিত্বে বিএনপির সঙ্গে সংলাপ শুরু হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ১৬ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। এখন থেকে সব রাজনৈতিক দলের সভা, সমাবেশসহ সকল স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কার্যকর সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের যে অগণতান্ত্রিক আচরণ, সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে খুব বেশি কিছু আশা করা যায় না। তবে আমরা তো অবশ্যই কিছুটা আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘আশা করি, নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন, বর্তমান সংসদ ভেঙে দেওয়াসহ ভোটে ইভিএম পদ্ধতি বাতিলে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি বিশ্বাস করতে চায়, নির্বাচন কমিশনের এ সংলাপ বা রোডম্যাপ বা পথনকশা নিছক কালক্ষেপণ বা লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। এই সংলাপ যেন প্রহসন ও নিছক লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে না পড়ে তা কমিশনকেই নিশ্চিত করতে হবে। আমরা জানি, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। রুটিন বা গতানুগতিক নামমাত্র নির্বাচন অনুষ্ঠান এ প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া এ প্রতিষ্ঠানের পবিত্র দায়িত্ব। আর দেশে অবিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের আন্তরিকতা, দক্ষতা, সক্ষমতা ও নির্ভিক পদক্ষেপ সমগ্র জাতি প্রত্যাশা করে।’

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিকে প্রাধান্য দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে কাছে ২০ দফা প্রস্তাব পেশ করেছি।’

সহায়ক সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে বলার পর নির্বাচন কমিশন কী বলেছে, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বলেছেন, যদিও আমাদের সীমাবদ্ধতা আছে তারপরও আমরা সকলে একত্রে বসে চেষ্টা করব সুযোগগুলোকে কীভাবে ব্যবহার করা যায়।’

নির্বাচন কমিশনে পেশ করা বিএনপির প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য- নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা, যথাসময়ে অকার্যকর ও অপরিপক্ক সংসদ ভেঙে দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ, প্রত্যাহার করা ও নেতা-কর্মীদের মুক্তি দেওয়া, নির্বাচনে ভোটগ্রহণে কোনোক্রমেই ইভিএম বা ডিভিএম পদ্ধতি কিংবা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার না করা, ব্যালট পেপারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যালট পেপারে দৃশ্যমান জলছাপ প্রদানের ব্যবস্থা, রিটার্নিং অফিসার ভোটগ্রহণের দিনই কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল একত্রীকরণ করে প্রার্থীদের কিংবা তার প্রতিনিধিদের উপস্থিতিতে বেসরকারি ফলাফল ঘোষণা নিশ্চিতকরণ, নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের বিজয়ী ঘোষণা, নির্বাচনের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক চালু রাখা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, বাংলাদেশ আইসিটি অ্যাক্টের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা, প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রয়োগ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দেশীয় পর্যবেক্ষক ও পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন ও মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম চালু করা, গণমাধ্যমে সকল দল ও প্রার্থীর প্রচারণায় সমতাভিত্তিক সুযোগ নিশ্চিত করা, প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ আগে থেকে প্রতিটি ভোটকেন্দ্রসহ নির্বাচনী আসনে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা, ২০০৮ সালের আগে জাতীয় সংসদের নির্বাচনী আসনসমূহের যে সীমানা ছিল সেই সীমানা পুনর্বহাল করা এবং একই সঙ্গে এর কোনো ব্যতিক্রম করতে হলে অবশ্যই সকল রাজনৈতিক দল/জোটের মতামত ও পরামর্শ গ্রহণ করা, প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত করা, চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা, নির্বাচনকালীন নির্বাচন সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা, প্রধান নির্বাচন কমিশনার কিংবা কোনো নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা, নির্বাচনের আগের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকতা এবং পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার/পরিবর্তন করা।

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- ড. খন্দকার মোশররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ এস এম আব্দুল হালিম, মো. ইসমাইল জবি উল্লাহ, আব্দুর রশিদ সরকার ও রুহুল কবির রিজভী।