নির্দিষ্ট সময়ে তাজিয়া মিছিল শেষ করতে হবে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নির্দিষ্ট পথে যেতে হবে এবং নির্ধারিত সময়ে শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, ‘পবিত্র আশুরা উদযাপনে তাজিয়া মিছিল নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। একই সঙ্গে পুলিশের নির্ধারণ করে দেওয়া রাস্তায় করতে হবে। মিছিলে ছুরি, বল্লম, দা, তলোয়ার, টিফিন বক্স ও পেসার কুকার আনা যাবে না।’

রোববার ডিএমপি সদর দপ্তরে মিছিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘ধর্ম যার-যার, উৎসব সবার। ধর্মীয় উৎসব সবাই করবে, এর নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। হোসনী দালান, কারবালা, বিবি-কা-রওজাসহ রাজধানীর যেখানে পবিত্র আশুরার অনুষ্ঠান হবে, সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। প্রবেশমুখে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে লোকজনকে তল্লাশি করা হবে। কোনোভাবেই ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার নিয়ে মিছিলে আসা যাবে না।’

তাজিয়া মিছিল সংক্রান্ত কমিটির প্রতিনিধিদের উদ্দেশে ডিএমপি প্রধান আরও বলেন, ‘ধর্মীয় উৎসব পালন করার পাশাপাশি সকলকে নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তার জন্য কোনো ছাড় দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘এক এলাকার মিছিল নিয়ে অন্য এলাকায় যাওয়া যাবে না। মিছিলে নিশান, পাঞ্জা ব্যবহারের জন্য ১২ ফিটের বেশি উচ্চতাবিশিষ্ট কোনো লাঠি বা বাঁশ ব্যবহার করা যাবে না। কোনো ধরনের আতশবাজি-পটকাও ফোটানো যাবে না। প্রত্যেক মিছিলে এবং অনুষ্ঠানে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেককে আর্মব্যান্ড, কটি বা জ্যাকেট দিয়ে তাদের চিহ্নিত করতে হবে।’

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।