নির্বাচন কমিশনের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নবনির্মিত ভবনের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২০১১ সালে ‘কনস্ট্রাকশন অব ইলেকশন রিসোর্চ সেন্টার’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। ১১ তলা ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে। ২০১৭ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলে ছয় মাস আগেই তা শেষ হয়েছে।

দেশীয় স্থপতি ও প্রকৌশলীরা এ ভবনের নকশা, নির্মাণ এবং তদারকি করেছেন।

আধুনিক সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করে এ ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনে রয়েছে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়, এনআইডি ডাটা সেন্টার, পার্সোনালাইজেশন সেন্টার, নির্বাচন আর্কাইভস এবং মিডিয়া সেন্টার।

এতদিন নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ভবন ছিল না। দীর্ঘদিন পরিকল্পনা কমিশনের চত্বরে দুটি ব্লকে নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম চলছিল।