নির্বাচন কমিশন গঠন বিষয়ে জানতে চেয়েছে ইইউ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের দলের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠককালে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এ আগ্রহের কথা জানান।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত।

ওবায়দুল কাদের জানান, প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন। তিনি পরবর্তী নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে- এ বিষয়ে আওয়ামী লীগের কী পরিকল্পনা আছে তা জানতে চেয়েছেন।

মন্ত্রী আরো জানান, ‘আমরা তাকে জানিয়েছি- সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন। সে বিষয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন তিনি।’

ওবায়দুল কাদের আরো জানান, তবে এই মুহূর্তে আওয়ামী লীগ সংলাপ নিয়ে ভাবছে না।