নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব: কৃষিমন্ত্রী

বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন কমিশন নির্বাচন করে, তত্ত্বাবধায়ক সরকার নেই। শ্রীলঙ্কা, জাপান কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। বাংলাদেশেও তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

আজ শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের কৃষির বিষয়ে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের কৃষকরা রক্ত-ঘাম ঝরিয়ে ফসল ফলায়। নিজেদের চাহিদা মিটিয়ে এখন রফতানিতেও অনেক এগিয়েছে। বাংলাদেশের আম বিশ্বের সবচেয়ে সুস্বাদু। ড্রাগন, স্ট্রবেরি এখন বাংলাদেশেই হয়। গ্রীষ্মকালীন টমেটো, শিমসহ অন্যান্য সবজিও এখন সারাবছরই থাকে। এ সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার করবেন না। এগুলো নদীর জন্য ক্ষতিকারক। পরিবেশের জন্য ক্ষতিকর। ফুলের চাষ হয় দেশে। নিজেদের উৎপাদিত ফুল ব্যবহার করতে হবে। এতে কৃষকেরও লাভ হবে, পরিবেশও ঠিক থাকবে।’