নির্বাচন যদি আগামী মাসেও হয় সে ক্ষেত্রেও আওয়ামী লীগ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যদি আগামী মাসেও হয় সে ক্ষেত্রেও আওয়ামী লীগ প্রস্তুত। আমরা সব সময় প্রস্তুত আছি।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০২৪ সালে আমরা ক্ষমতায় থাকবো- এ কথা বলিনি। তবে আমরা মনোবল হারাইনি। আমাদের অনেক কাজই চলমান। এই সরকারের আমলেই শেষ হবে এমন কোন কথা নেই, এমন কোন বিষয় নেই। আমরা আসতেও পারি; আর আসবো কি না- সেটা তো নির্ধারণ করা নাই। মহান আল্লাহ এবং জনগণ জানে।’

তিনি আরো বলেন, ‘আমরা কাউকে ২৫ সিটও দেব না, ৩০ সিটও দেব না, ৪০সিটও দেব না। বিএনপি সংখ্যাতত্ত্ব নিয়ে আছে। কখনো তারা আমাদের ৪০ সিট দেয়। আমরা কাউকে কোন সিট দেব না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কনফিডেন্স আছে। আমরা বিজয়ী হবো। আমাদের কাজ আছে। আমাদের উন্নয়ন-অর্জন আছে। বিএনপির দর্শনীয় কোন কাজ নেই, দেখানোর মতো কাজ নেই। দেখানোর মতো ইতিবাচক কোন আচরণ ও রাজনীতি নেই। কাজেই সেদিক থেকে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক পিছিয়ে।’

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার দক্ষতা, সততা, যোগ্যতা ও উন্নয়ন কর্মকা-ের উপর আস্থাশীল। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার ওপর দেশের জনগণ গভীরভাবে আস্থাশীল। আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসা উচিত, দেশের জনগণ আজকে এটাই জল্পনা-কল্পনা করে। আর মানুষ ভাবছে আওয়ামী লীগকে নির্বাচিত করে আবারো ক্ষমতায় আনতে হবে, আর সেটা উন্নয়নের স্বার্থে ও অর্জনের স্বার্থে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা হাস্যকর। কারণ, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকার জারি করেছে, বিষয়টি তা নয়। মামলা চলছে। আপনি মামলায় হাজিরা দিচ্ছেন না। বিচার ব্যাবস্থারও একটা নিয়ম আছে। বিএনপি তো আইন কানুন ও আদালত কিছুই মানে না। যখন কোন বিষয় তাদের স্বার্থের অনুকূলে না থাকে তখন তারা আইন আদালতও মানে না। আদালতের গ্রেফতারি পরোয়ানা কি সরকার জারি করেছে? যা করেছে আদালত করেছে। তাদের বক্তব্য হাস্যকর।’

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ফান্ড মামলা দুটি কি শেখ হাসিনার সরকার জারি করেছে- এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘কে করেছে? তারই নিয়োগকৃত ফখরুদ্দিন-মঈনুদ্দিনরা করেছে। এই মামলা কিন্তু এই সরকারের আমলের নয়। আজকে তারা এমনভাবে মিথ্যাচার করছে, মনে হয় যেন এই সরকারই মামলা করেছে। আদালত যখন ষোড়শ সংশোধনীর অবজারভেশন দেয় তখন আদালত স্বাধীন।’

আগামীতে বিএনপি যদি রাজপথে আন্দোলনে নামে তাহলে সরকার কি প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাজপথ উত্তপ্ত করবে, উত্তাপ ছড়াবে? আপনারা কি সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটও এই উত্তাপ দেখেছেন।’

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে চাপে রাখা সরকারের কৌশল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত-আইন নিজস্ব গতিতে চলে। আইন নিজস্ব গতিতে চলবে। এখানে কোন কৌশলের ব্যাপার নয়। ওয়ারেন্ট আসে না, পুলিশ কীভাবে গ্রেফতার করবে? স্বরাষ্ট্রমন্ত্রী দুই-তিন বার বলেছেন, ওয়ারেন্ট তো আসে নাই থানায়, অ্যারেস্ট হবে কীভাবে। এখানে কিসের চাপ। সরকারের এখানে কোন হস্তক্ষেপ নাই। আদালত স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা কোন থানায় না পাঠায় তাহলে পুলিশ কীভাবে গ্রেপ্তার করবে!

আগাম নির্বাচনের কোন সম্ভাবনা আছে কি না- এই প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আগামী মাসে নির্বাচন হলে আমরা প্রস্তুতি নিবো। যদি ইলেকশন এখন থেকে তিন মাসের মধ্যেও হয়, তাহলেও আমাদের সাংগঠনিক প্রস্তুতি থাকবে। এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। প্রধানমন্ত্রী বলেননি কবে ইলেকশন হবে? আমরা ধরে রাখছি ইলেকশন হবে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। এখন প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি আগাম নির্বাচন দেবেন, এটা তার এখতিয়ার। এই নিয়ে আমাদের সঙ্গে কোন কথা হয়নি।’

কাদের বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত আছি। ইলেকশন যদি আগামী মাসেও হয়, তাও আওয়ামী লীগ প্রস্তুত।’

তিনি জানান, বিজয়ের মাস ডিসেম্বরে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন ছাড়াও ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনের আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সুজিত রায় নন্দী, হারুনুর রশিদ, শ ম রেজাউল করিম, ফরিদুন্নাহার লাইলী, আমিরুল আলম মিলন, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাদেক খান, শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন। এছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।