নীলফামারীতে তথ্য অথিকার দিবস ও দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ-
নীলফামারীতে দুই দিন ব্যাপী  তথ্য মেলার উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হচ্ছে ।
বুধবার  সকালে শহরের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে  মেলা চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বার্হী  কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন,  সহকারী পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) জাকারিয়া রহমান,  সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম, সহ-সভাপতি ও তথ্য মেলা কমিটির আহবায়ক তাহমিনুল হক, টিআইবির ডেপুটি ম্যনেজার হোজ্জাতুল ইসলাম,  ব্র্যাক প্রতিনিধি রইচ উদ্দীন, টিআইবির নীলফামারী এরিয়া ম্যানেজার সাজেদুর রহমান প্রমুখ।
মেলা কমিটির সুত্রে জানা গেছে, দু’দিন ব্যাপী মেলায় সরকারি, বেসরকারি দপ্তর, এনজিওসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মোট ৩০টি স্টল অংশ নিয়েছে ।