নীলফামারীতে নিজের খড়ের ঘরে আগুন দিয়ে অন্যকে ফাসানোর চেষ্টা

আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে নিজের খড়ের ঘরে আগুন লাগিয়ে দিয়ে অন্যজনকে ফাসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে। ওই এলাকার মোঃ শামীম (৩৫), আব্দুর রউফ, আঃ ছাত্তার, আশরাফ হোসেন, আতাউর রহমান, আফছার আলী, আঃ রাজ্জাক, রেনু বেগম ও আফিয়া বেগম সহ বেশ কয়েক জন নিজেদের রান্নার খড়ের ঘরে আগুন লাগিয়ে দিয়ে ভুক্তভোগী জাহিদুল প্রামানিক ও তার পরিবারের লোকজনকে ফাসানোর চেষ্টা করছে অভিযোগ উঠেছে।

সরেজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, ‘অভিযুক্ত ও ভুক্তভোগীদের মধ্যে জমি যায়গা নিয়ে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার এক পর্যায়ে গত ২৫শে নভেম্বর সকালে ভুক্তভোগীদের পৈত্রিক জমিতে জোর পূর্বক হালচাষ দিতে থাকে অভিযুক্তরা। হালচাষে ভুক্তভোগীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগী জাহিদুল ইসলামকে লাঠি সোটা দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। তার চিৎকারে ভুক্তভোগীদের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরও মারতে শুরু করে অভিযুক্তরা। এতে আহত হয় ভুক্তভোগীর চাচি আবেদা বেগম, চাচাতো ভাই আবেদিন, তার স্ত্রী শারমিন বেগম। ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত আশরাফ হোসেন ও  আফছার আলী তাদের ভুক্তভোগীদের ফাসানোর জন্য নিজের খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’

ভুক্তভোগী জাহিদুল প্রামাণিক বলেন,‘তাদের সাথে আমাদের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলা সত্তেও তারা জমিতে জোরপূর্বক হালচাষ করতে আসে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের এলোপাথারি মারতে শুরু করে এবং আমার চাচি ও চাচির বউয়ের কাপড় টানা-টানি করে শ্লীলতাহানীর চেষ্টা করে। এই ঘটনায় আমাদের ফাসানোর জন্য তারা নিজেদের খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। আমি এ বিষয়ে থানায় একটি এজাহার দিয়েছি।’

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তারা সংবাদকর্মীদের দেখে বাড়ী থেকে বের হয়ে কাজ আছে বলে চলে যায়। ঘটনার বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন,‘অভিযোগ পেয়েছি। তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’