নীলফামারীতে নির্বাচিত স্কুল ও মাদরাসাকে সন্মাননা স্মারক প্রদান।

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীতে ল্যাম্ব — প্লান পার্টনারশিপ প্রকল্পের আইএম পাওয়ার প্রজেক্টের অধীনে জেলার দুই উপজেলার ( সদর ও জলঢাকা) ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত স্কুল ও মাদরাসাকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। বুধবার সকালে ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সদর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচিত স্কুল ও মাদরাসার প্রধানদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন। জেলা শিক্ষা অফিসার সপিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপষ্হিতি ছিলেন সহকারী কমিশনার ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ মন্জু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, প্লান আইএম পাওয়ার প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী,  ল্যাম্ব আইএম পাওয়ার প্রজেক্ট ম্যানেজার বোরহান মৃধা,  টেকনিক্যাল অফিসার সালমা বেগম ও এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে দুই উপজেলার ২৮জন ইউপি চেয়ারম্যান সহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি গন অংশগ্রহণ করে।