নীলফামারীতে বই বিতরণ উৎসব পালিত

আল-আমিন, নীলফামারীঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা জুড়ে সরকারের দেয়া বিনামূল্যে নতুন বই বিতরনের মধ্যে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১লা জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরনের মধ্যে দিয়ে বই উৎসব পালন করা হয়। নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে  বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
জেলা শিক্ষা বিভাগ জানায়, ‘এ বছর নতুন কারিকুলামে নতুন বইয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠিত হবে। জেলার মাধ্যমিক পর্যায় ২লক্ষ ৮৫ হাজার ১০জন  শিক্ষার্থী পাবে ২৮ লক্ষ ১১হাজার ১৫৪টি বই। অপর দিকে প্রাথমিক পর্যায়ে ২লক্ষ ৩৮হাজার ৭১৮শিক্ষার্থী পাবে ১৭লক্ষ ৭৫ হাজার ৬১৯টি  বই। ‘