নীলফামারীতে বন্ধের দিনে কনফারেন্স রাকাব কর্মকর্তাদের মাঝে ক্ষোভ 

আল-আমিন, নীলফামারী: সরকারি ছুটির দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোনের শাখা ব্যবস্থাপকদের কনফারেন্স নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার যখন বিদ্যুৎ সাশ্রয় ও করোনা প্রভাব  মোকাবেলায় সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত, ব্যাংক-বীমার  কর্মঘন্টা কমিয়ে এনে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছে,  তখন রাকাব নীলফামারী জোন বন্ধের দিন নানা সভা-সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে  পড়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষোদ ব্যাংকে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের মাঝেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, গত শনিবার বন্ধের দিন নীলফামারী জোনাল কার্যালয়ে শাখা ব্যবস্থাপকদের কনফারেন্স আহবান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রংপুরস্থ মহা ব্যবস্থাপকমোঃ বাবর আলী উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার  বাইরে থেকে আসা কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বিষয়টি  স্থানীয় সাংবাদিকদের নজরে আনেন। জোনাল কার্যালয়ে গিয়ে দেখা যায়, কনফারেন্স-এ মাক্সবিহীন সকল কর্মকর্তাদের। এ নিয়ে  সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত জিএম বাবর আলী কনফারেন্স শেষ না  করেই সটকে পড়েন। রাকাবের অপর একটি সূত্র জানায়, গত ১৫ই আগষ্ট  জাতীয় শোক দিবসের দিনও সরকারি কর্মসূচিতে অংশ না নিয়ে রাকাব,  জোনাল ব্যবস্থাপক শাহিনুল ইসলাম ডোমার উপজেলার শাখা ব্যবস্থাপকদের  নিয়ে সভা করেন।