নীলফামারীতে ভ্রাম্যমান আদালতে ৩৪ জনের দন্ড

আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করার দায়ে ৩৪জনের কাছ থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী/২২) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ জানান, গত ২৪ ঘন্টায় ৩৩টি মামলায় ৩৪জনের কাছ থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে সদরে একজনের সাতদিনের এবং জলঢাকায় দুইজনের তিনমাস করে কারাদন্ড দেয়া হয়।

এরমধ্যে নীলফামারী সদর উপজেলায় দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৫জনের কাছ থেকে ১৮হাজার ১শ টাকা, ডিমলা উপজেলায় দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২টি মামলায় ১২জনের কাছ থেকে ২২ হাজার ৮৫০শ টাকা, জলঢাকা উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১টি মামলায় ২জনের কাছ থেকে ২০০টাকা, ডোমার উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ১০জনের কাছ থেকে ৭৬০০টাকা, সৈয়দপুর উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৫জনের কাছ থেকে ১হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিনামুল্যে ৭৫৬টি মাস্ক বিতরণ এবং ১০টি জনসচেতনতা মুলক কার্যক্রমে অংশ নেয় ভ্রাম্যমান আদালত।