নীলফামারীতে ৮২৩টি পুজামন্ডবের প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বিতরন

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃঃ– এবারের শারদীয় দুর্গাপূজায় নীলফামারীর ছয় উপজেলায় শারদীয় দুর্গাপ্রতিমার ৮২৩টি মন্ডব স্থান পেয়েছে। গতবার মন্ডবের সংখ্যা ছিল ৮১৮টি। ফলে গতবারের চেয়ে এবার মন্ডবের সংখ্যা বেড়েছে ৫টি।
জেলা ত্রাণ কর্মকর্তা তাজুল ইসলাম জানান তালিকা অনুযায়ী নীলফামারী সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ২৭০টি, সৈয়দপুরের ৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৩টি, জলঢাকায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬১টি, কিশোরীগঞ্জের ৯টি ইউনিয়নে ১৪০টি,ডোমারের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৩টি ও ডিমলায় ১০টি ইউনিয়নে ৭৩টি সহ ৮২৩টি দুর্গাপুজার মন্ডব স্থাপিত হয়েছে।
এ সব মন্ডবের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে ৪১১ দশমিক  ৫০০ মেট্রিক টন জিআর এর চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। এতে প্রতিটি মন্ডর পেয়েছে ৫০০ কেজি করে চাল।
এই চাল রবিবার প্রতিটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে মন্ডব গুলোর নামে নামে বিতরন করা হয়।