নীলফামারী পৌর প্যানেল মেয়র বরখাস্ত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র-১ শামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ কর্তৃক জারিকৃত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আজ বৃহস্পতিবার নীলফামারী পৌরসভার প্রশাসক শাখা ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছেন।

সূত্রমতে, প্যানেল মেয়র শামসুল হকের বিরুদ্ধে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। যার নং-১২২/০৫।

এরই আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১-এর উপধারা (১) মোতাবেক শামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।