নেইমার-জেসাসের গোলে জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার তারকা নেইমার দ্য সিলভার এক গোল ও তরুণ তুর্কি গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে ভর করে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

কুইটোতে বৃহস্পতিবার দিবাগত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ১০ জনের ইকুয়েডরকে।

এমন জয়ের মধ্য দিয়ে ব্রাজিল দলে অভিষেক হল নতুন কোচ টিটের। পাশাপাশি জয় দিয়ে শুরু হল তার আমল।

অবশ্য ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি পাঁচ-পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত।

এ সময় ডিবক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের আলেক্সজান্ডার ডমিনগুয়েজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন।

৭৬ মিনিটের মাথায় ইকুয়েডরের রক্ষণভাগের খেলোয়াড় হুয়ান কার্লোস পার্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় ইকুয়েডর। এরপর জ্বলে ওঠেন ব্রাজিলের ১৯ বছর বয়সী তারকা জেসাস।

৮৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তাকে গোলে সহায়তা করেন মার্সেলো। আর ম্যাচের যোগ করা সময়ে নেইমারের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে ব্রাজিলের জয় নিশ্চিত হয় ৩-০ গোলের ব্যবধানে।

এ জয়ের ফলে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে টিটের শিষ্যরা।