নেটফ্লিক্সে আসছে নতুন ফিচার

মার্কিন বিনোদনধর্মী একটি প্রতিষ্ঠান নেটফ্লিক্স। জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। তাই এবার এই প্লাটফর্মটি নিয়ে আসছে নতুন ফিচার।

নয়া এই ফিচারের নাম ‘প্লে সামথিং’। সব ব্যবহারকারীরাই ফিচারটি উপভোগ করতে পারবেন। আপাতত তাদের টিভি ভার্সনে ফিচারটি এলেও বর্তমানে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যএই ফিচারটির ‘টেস্টিং’ শুরু হয়েছে। অ্যাপের যেকোনও জায়গায় এটি পেয়ে যাবেন ইউজাররা।

নতুন এই ফিচারের কাজ সম্পর্কে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় নতুন ইউজাররা এসে বুঝতে পারেন না, কোন সিরিজ বা সিনেমা তারা দেখবেন। তাদেরই সাহায্য করবে এই ফিচারটি। প্রায় ৭৫টি সিরিজ এবং সিনেমা সেটির মধ্যে থাকবে। যার মধ্যে থেকে পছন্দসই সিরিজ বা সিনেমা দেখতে পাবেন ইউজাররা।

শুধু তাই নয়, ইউজাররা নতুন কোনও মুক্তিপ্রাপ্ত সিরিজ বা সিনেমা মিস করে থাকলেও, সেটা ওই ফিচারটিতে থাকবে। বলতে গেলে এই ফিচারে আগে কখনও না দেখা বিভিন্ন সিরিজ বা সিনেমা ইউজারদের জন্য সাজেশনে আসবে। এই পুরো বিষয়টার জন্যই আলাদা ইউজার ইন্টারফেস এনেছে নেটফ্লিক্স।