নেটিজেনদের কথা মাথায় রেখেই শীঘ্রই এই অ্যাপ আনবে ফেসবুক

স্মার্ট টিভি-তে ফেসবুকের ভিডিও দেখতে অসুবিধায় পড়েন? এ বার সেই সমস্যা মেটাতে অ্যাপ আনবে ফেসবুক। ওই অ্যাপ ডাউনলোড করে নিলেই স্মার্ট টেলিভিশনে একসঙ্গে দেখতে পাবেন ফেসবুকের ভিডিও এবং নিউজফিড। মূলত নেটিজেনদের কথা মাথায় রেখেই শীঘ্রই এই অ্যাপ আনবে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, অ্যাপল টিভি, স্যামসাং স্মার্ট টিভি ও অ্যামাজন ফায়ার টিভি-র অসংখ্যা গ্রাহকেরা অ্যাপ স্টোর থেকে এই নয়া অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু, তাতে কী কী সুবিধা মিলবে? ফেসবুকের তরফে জানানো হয়েছে, টেলিভিশনের পর্দায় নিউজফিড পড়ার জন্য স্ক্রল করলেই ভিডিও বন্ধ হয়ে যায়। এ বার একই পর্দায় ভিডিও দেখার পাশাপাশি নিউজফিডও পড়া যাবে। তা ছাড়া, নিউজফিড দেখতে গেলে আপনা থেকেই ফেসবুক ভিডিও-র সাউন্ড বন্ধ হয়ে যায়। ভিডিওতে ট্যাপ করেই ফের তা চালু করতে হয়। এই অ্যাপ থাকলে নেটিজেনদের আর সেই অসুবিধা হবে না।