নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত : যুদ্ধাপরাধ

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুরের আব্দুর রহমানসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন।

এই চারজন হলেন- আব্দুর রহমান (৬৫), আশোক আলী (৮২), মো. শাহনেওয়াজ ও মো. খলিলুর রহমান (৭২)।

এদের মধ্যে ইসলামী ছাত্রসংঘের প্রাক্তন সদস্য খলিলুর রহমান পলাতক রয়েছেন। অন্য তিনজন গ্রেপ্তার আছেন।

আব্দুর রহমান (৬৫), আশোক আলী (৮২), মো. শাহনেওয়াজ মুসলিম লীগের সমর্থক ছিলেন।

এই চারজনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ভাঙচুর, অপহরণ ও অগ্নিসংযোগের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।