নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাইকের শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, অরক্ষিত রেলক্রসিং এলাকায় রেল লাইন ব্যবহারে আরও সতর্ক হওয়া উচিত।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছিচড়াকান্দা গ্রামের পরিবেশ।

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মোবারকপুর এলাকা থেকে নিজ গ্রামে আসছিলেন হাজেরা খাতুন। মাকে এগিয়ে দিতে মেয়েও রেললাইনের পাশ দিয়েই হাঁটছিলেন। ওই সময় সতরশ্রী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা চলন্ত ট্রেন তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নির্বাচনী প্রচারণা চলাকালীন মাইকের তীব্র শব্দে ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।