১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ দোকান পুড়ে ছাই

নেত্রকোনার হাটখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে গেছে ১১ টি দোকান।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুলের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে শফিকুলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে নেত্রকোনা ফায়ার স্টেশনের ১টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মাঝে চাল ও মুদি দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানান, একসাথে ঘরগুলো থাকায় এক ঘরের আগুনে দ্রুত অন্যগুলোতেও ছড়িয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।