নেত্রকোনায় লরিচাপায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

নেত্রকোনার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ইজিবাইকের ওপর লরি উঠে যাওয়ায় চাপা পড়ে পাঁচ এসএসসি পরীক্ষার্থীসহ সাতজন আহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা-মদন সড়কের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হল: – মদন উপজেলার কেশজানি বিদ্যানিকেতনের সুবর্ণা আক্তার, আনোয়ার হোসেন, জেরিন আক্তার, তাসলিমা আক্তার, লাহেছ মিয়া, ইজিবাইকচালক মাসুম মিয়া ও লরিচালক রাসেল মিয়া।

সুবর্ণা আক্তার ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার কেশজানি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়ে পাশের আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজে। শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে দুপুরে ইজিবাইকে বাড়ি ফিরছিল পাঁচ শিক্ষার্থী। তেলিগাতি থেকে নেত্রকোনা-মদন সড়কের বটতলা নামক স্থানে পৌঁছলে কেন্দুয়া থেকে আসা রডবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ইজিবাইকের ওপর ‍উঠে যায়। এ সময় চাপা পড়ে পাঁচ পরীক্ষার্থীসহ আহত হয় সাতজন।

এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লরি ও ইজিবাইক জব্দ করা হয়েছে।