নোবেল পাবনা মানসিক হাসপাতালে!

জেলা প্রতিবেদকঃ পাবনার ঐতিহাসিক মানসিক হাসপাতালে গেছেন সমালোচিত সংগীতিশিল্পী নোবেল। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেছেন নোবেল।

ভিডিওতে দেখা গেছে, মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন নোবেল। পাশেই তার স্ত্রী রয়েছেন। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল। তাদেরকে জাতীয় সংগীত গেয়ে শোনাচ্ছেন তিনি।গ্রিলের ওপারের বাসিন্দারাও নোবেলে সঙ্গে সুর মেলাচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে নোবেল লেখেন, নোবেল ম্যানের ‘জাতীয় সঙ্গীত’ পরিবেশনা। মানসিক হাসপাতাল, পাবনা, বাংলাদেশ। এরপর একটি লাভচিহ্ন।

বৃহস্পতিবারই নোবেল পাবনার এই মানসিক হাসপাতালে যান বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসার জন্য নাকি শুধুই হাসপাতাল পরিদর্শনে তিনি সেখানে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ঈদের আগ থেকে ফেসবুক পেজে ব্যান্ড লিজেন্ড নগর বাউল জেমস, তাপস, আহম্মেদ হুমায়ুন, ইথুন বাবুকে নিয়ে বাজে মন্তব্য করেন নোবেল। যা নিয়ে সংবাদ পরিবেশন করায় সময় টিভির সাংবাদিক আল কাছিরকে তুলে নেওয়ার হুমকি দেন তিনি। এরপর নোবেলের বিরুদ্ধে জিডি করেন কাছির।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ মে পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি হন নোবেল। গত কিছুদিনের ঘটনার জন্য সেখানে দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চান।