নোয়াখালিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ সিজান আহমেদ সোহাগ, অনুসন্ধানী প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি, ২১ ) গত কিছুদিন আগে নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলায় মেয়র কাদের মীর্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল এর রাজনৈতিক দ্বন্দ্বের বলি দৈনিক সমাচার, বার্তাবাজার ও চ্যানেল ২৩ এর স্থানীয় প্রতিনিধি, বুরহান উদ্দিন মোজাক্কের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থল বন্দর আখাউড়া উপজেলায় সারা বাংলাদেশের সাংবাদিক স্বার্থ সুরক্ষাকারী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে ৷
এতে অত্র সংগঠনের আখাউড়া উপজেলা শাখার আহবায়ক , কবি আফজল খাঁন শিমুলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিএমএসএফ এর আখাউড়া শাখার যুগ্ম আহবায়ক , সফিকুল ইসলাম খাঁন, যুগ্ম আহবায়ক , শাহীন আলম জয় , সিনিয়র সদস্য,ইয়াছিন আরাফাত আশিক, সদস্য,সৌমিত্র সাহা , রাজন রায়,রাকেশ কুমার ঘোষসহ আরও অনেকে ৷
বক্তব্যে,বিএমএসএফ এর আখাউড়া উপজেলা শাখার আহবায়ক। দৈনিক দেশবার্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি কবি আফজল খাঁন শিমুল বলেন , গত কিছুদিন আগে নোয়াখালির কোম্পানিগঞ্জে স্থানীয় দুই গড ফাদারের দ্বন্দ্বে স্থানীয় প্রতিভাবান ও মেধাবী সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কেরকে প্রকাশ্য দিবালকে ও পরিকল্পিত ভাবে গুলি করে হত্যা করা হয়৷ এখনও এ ঘটনায় কোন তদন্ত কমিটি ও হত্যার মোটিভ এবং মামলা বা কোন আসামীকে আইনের আওতায় আনা হয় নি, এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের অংশীদার হিসেবে শোকে স্তব্ধ ও বিচলিত। তাই অবিলম্বে দুই চিহ্নিত গড ফাদার বসুরহাট পৌর সভার মেয়র কাদের মীর্জা ও কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি ৷
অন্যথায় , সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা কলম বিরতিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে৷ সভা পরিচালনা করেন, বিএমএসএফ এর আখাউড়া উপজেলা শাখার সদস্য সচিব , শেখ মনির হোসেন নিজাম।